নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২৫ জুন ২০২৫ (বুধবার):
রাজধানীর মিন্টো রোডস্থ ডিএমপি সদর দপ্তরে আজ মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশনের সঙ্গে সিটিটিসি’র (Counter Terrorism and Transnational Crime) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডিএমপি’র সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শাহ্জাহান হোসেন, পিপিএম-এর সঞ্চালনায় আয়োজিত সভায় সিটিটিসি, গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের (IAD) উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় মেটা প্ল্যাটফর্মে প্রচারিত বিভিন্ন কনটেন্ট, বিজনেস রেকর্ড সংগ্রহে চ্যালেঞ্জ এবং তদন্ত প্রক্রিয়ায় তথ্য আদান-প্রদানের জটিলতা নিয়ে বিশদ আলোচনা হয়। অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তারা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
মেটার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও ভারত বিষয়ক ল এনফোর্সমেন্ট আউটরিচ কর্মকর্তা কৃষ্ণ মহাজন চৌধুরি আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি কীভাবে আইনশৃঙ্খলা বাহিনী সফলভাবে তথ্য চেয়ে অনুরোধ (Information Request) পাঠাতে পারে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন। পাশাপাশি, ফেসবুক বিজনেস রেকর্ড, কনটেন্ট টেকডাউন পলিসি এবং কমিউনিটি গাইডলাইন নিয়েও তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম বলেন,
“এই মতবিনিময় সভা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে তদন্তকারীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর হবে বলে আমরা আশা করছি।”
সভা শেষে উভয়পক্ষ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে।