নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২৫ জুন ২০২৫:
বাংলাদেশে নিযুক্ত ফেডারেল রিপাবলিক অফ জার্মানির রাষ্ট্রদূত ড. আছিম ট্রোস্টার বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন। রাজধানীর যমুনা ভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
চার বছরের কূটনৈতিক মেয়াদ শেষে বাংলাদেশ ত্যাগের প্রাক্কালে রাষ্ট্রদূতের এই সাক্ষাৎকে আন্তরিকতা ও কৃতজ্ঞতায় ভরপুর মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রদূতের অবদানের প্রশংসা করে বলেন,
“জার্মানি সবসময় আমাদের উন্নয়ন যাত্রায় একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থেকেছে।”
রাষ্ট্রদূত আছিম ট্রোস্টার বলেন,
“বাংলাদেশ আমার জন্য সবসময় স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমি অশেষ কৃতজ্ঞতা ও সম্মান নিয়ে বিদায় নিচ্ছি।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন একটি প্রশংসনীয় উদ্যোগ ছিল। আমি আশা করি, এখানে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়ার সফলতা কামনা করছি।”
প্রধান উপদেষ্টা বাংলাদেশের উন্নয়নে জার্মানির অব্যাহত সহযোগিতা এবং বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন,
“বিশ্বের বিভিন্ন সংকটে জার্মানির যে মানবিক অবস্থান, তা সত্যিই প্রশংসনীয়। রোহিঙ্গা সংকটে জার্মানির সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মো. মোশাররফ হোসেন, এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ প্রমুখ।
সাক্ষাতের শেষে অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে বাংলাদেশের “একজন প্রকৃত বন্ধু” হিসেবে আখ্যায়িত করে বলেন,
“আপনি চলে যাওয়ার পরেও আমরা আপনার দৃষ্টিভঙ্গি ও পরামর্শ পেতে চাই, তা ইতিবাচক হোক কিংবা সমালোচনামূলক—আপনার অন্তর্দৃষ্টি আমাদের জন্য মূল্যবান।”