মোঃ সিয়াম, ঢাকা আলিয়া প্রতিনিধি
বিশ্বব্যাপী প্রতিবছর পালিত হয় আন্তর্জাতিক অলিম্পিক ডে—যার মূল উদ্দেশ্য হচ্ছে ক্রীড়ার মাধ্যমে শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এই আহ্বানে সাড়া দিয়ে এবারও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ঢাকায় আয়োজন করেছে “অলিম্পিক ডে রান ২০২৫”।
এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেয় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন, যাদের মধ্যে ছিলেন ২৫ জন স্কেটার ও ১০ জন কর্মকর্তা ও সদস্য। ভোর ৬টা থেকে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শেষ হয় বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম চত্বরে। অংশগ্রহণ করেন বিভিন্ন স্তরের ক্রীড়াবিদ, সংগঠক, ছাত্র-ছাত্রী ও ক্রীড়া অনুরাগীরা।
সবচেয়ে আকর্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক অংশ ছিল সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা-র অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ রাসেল-এর অংশগ্রহণ। ২০১৮ সাল থেকে নিয়মিত স্কেটিং অনুশীলন করা রাসেল বর্তমানে ‘স্পিরি স্কেটিং ক্লাব’-এর একজন সদস্য হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন।
রাসেল বলেন,
“আমি স্কেটিংকে খুব ভালোবাসি। ২০১৮ সাল থেকে এই খেলা করছি। অলিম্পিক ডে-তে অংশ নিতে পারা আমার জন্য অনেক গর্বের ব্যাপার।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন, যা অনুষ্ঠানটিকে করে তোলে আরও মর্যাদাপূর্ণ ও আবেগঘন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ডা. মোঃ কামরুজ্জামান কাইসার, সহ-সভাপতি এ এইচ এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
অলিম্পিক ডে কেবল একটি ক্রীড়া আয়োজন নয়, বরং এটি একটি উদ্দীপনামূলক প্ল্যাটফর্ম—যেখানে তরুণ প্রজন্ম ক্রীড়ার মাধ্যমে গড়ে তুলতে পারে সুস্থ জীবন, আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং জাতিগত ঐক্য।