নিজস্ব প্রতিবেদক:- চট্টগ্রাম, ২৪ জুন ২০২৫:
আগামী ২৬ জুন ২০২৫ থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন কেন্দ্রে শুরু হচ্ছে ২০২৫ সালের এইচএসসি, এইচএসসি (বিএম) ও আলিম পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপি সূত্রে জানা গেছে, পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রের আশপাশে সকাল ৯টা থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এবং তার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র বহন, মিছিল, সভা-সমাবেশ, চিৎকার-হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন বা শব্দযন্ত্র ব্যবহার এবং বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বিপিএম, ১৯৭৮ সালের The Chittagong Metropolitan Police Ordinance এর ২৯, ৩০ ও ৩৩ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করেন।
নিষেধাজ্ঞা থেকে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুক্ত থাকবেন।
এ বছর চট্টগ্রাম মহানগরীর ২৮টি কলেজ ও স্কুল, ৬টি আলিম মাদ্রাসা এবং ১টি বিএম মূল কেন্দ্রসহ মোট ৩৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী ২৬, ২৯ জুন এবং ১, ৩, ৭, ১০, ১৩, ১৫, ১৭, ২০, ২২, ২৪, ২৭, ২৮, ৩০, ৩১ জুলাই ও ৩, ৪, ৬, ৭, ১০, ১২ আগস্ট তারিখগুলোতে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সিএমপি জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।