নিজস্ব প্রতিবেদক:
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ শর্তসাপেক্ষে প্রত্যাহার করেছে। শনিবার (২১ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে বিষয়টি পুনঃপর্যালোচনা করে শৃঙ্খলা কমিটি স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন, তবে তাদের বিরুদ্ধে ‘সাসপেন্ডেড এক্সপালশন’ বহাল থাকবে। অর্থাৎ, তারা স্প্রিং ২০২৫ সেমিস্টার থেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারবেন, তবে ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করলে স্থায়ী বহিষ্কারাদেশ কার্যকর হবে।
একইসঙ্গে, কয়েকজন শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে (স্প্রিং ও সামার ২০২৫)। তারা ফল ২০২৫ সেমিস্টার থেকে পুনরায় ক্লাসে ফিরতে পারবেন। এই শিক্ষার্থীদের বিরুদ্ধেও ‘সাসপেন্ডেড এক্সপালশন’ বহাল থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ই-মেইলের মাধ্যমে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে একাধিক শিক্ষার্থীকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সিদ্ধান্ত ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও প্রতিবাদ শুরু হয়। সর্বশেষ আজ নতুনবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা এল।