নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২১ জুন ২০২৫ (শনিবার):
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার (২০ জুন) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক দিকনির্দেশনায়, সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি) এবং থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের নাম:
শামীম (৩২), শাহাদাত (২৩), নিদার হাসান (১৮), ফাহাদ (১৮), আলাভী আনাম (১৮), সাজ্জাদুর রহমান রবিন (৩০), রেজাউল (৪০), রাসেল (২২), কাদের (৩২), সাব্বির (২৩), জামাল (২৭), রবিন (২৩) ও আলমগীর (৩৮)।
অভিযানের সময় আসামিদের কাছ থেকে একটি সামুরাই, একটি লোহার ছোরা এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে পেশাদার ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।