খুলনা ও চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযান: অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ৫ জন

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২১ জুন ২০২৫ (শনিবার):
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী খুলনা ও চুয়াডাঙ্গায় পৃথক দুটি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।

খুলনায় গত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সেনাবাহিনীর একটি টহল দল খুলনা শহরের টুটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ‘বুলবুল গ্রুপ’ নামক একটি কুখ্যাত সন্ত্রাসী দলের চার সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ছয়টি গুলি, ১০৫ পিস ইয়াবা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

অন্যদিকে, আজ ভোর ৬টায় চুয়াডাঙ্গা সদর এলাকায় পরিচালিত অপর এক অভিযানে চুয়াডাঙ্গার শীর্ষস্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. লিমন আলীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। পাশাপাশি, অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুততম সময়ে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *