যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ খুলনার টুটপাড়া থেকে চার কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:- খুলনা, ২১ জুন ২০২৫:

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকসহ চারজন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন:

১. সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), পিতা: বাবুল মোল্লা, তালতলা টুটপাড়া মেইন রোড

২. তৌহিদুর রহমান (৪২), পিতা: মৃত শেখ হাবিবুর রহমান, ১২৮/১ টুটপাড়া মেইন রোড

৩. আরিফ হোসেন (৩১), পিতা: শফিকুল ইসলাম মোল্লা, তালতলা টুটপাড়া মেইন রোড

৪. তাসফিকুর রহমান (১৯), পিতা: তৌহিদুর রহমান, ১২৮/১ টুটপাড়া মেইন রোড

অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:

১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি

১টি রিভলভার

১টি শর্টগান ও ৪ রাউন্ড কার্তুজ

১০৫ পিস ইয়াবা

বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র

আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। খুলনা থানা সূত্র জানায়, অভিযুক্ত সন্ত্রাসী সালাউদ্দিন মোল্লা বুলবুলের নামে ইতিপূর্বে তিনটি এবং তৌহিদুর রহমানের নামে একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অতিরিক্ত মামলার তথ্য যাচাই করা হচ্ছে।

অস্ত্রের উৎস ও পরিকল্পনা তদন্তে জোর দেওয়া হচ্ছেখুলনা মেট্রোপলিটন পুলিশ (KMP) জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে সম্প্রতি কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা এবং এই অস্ত্র কোথা থেকে এসেছে, তা নির্ধারণে আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। অস্ত্র ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবং কোন বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল কিনা—এসব বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে KMP হেডকোয়ার্টার থেকে জানানো হয়, সন্ত্রাসমুক্ত খুলনা গড়ার লক্ষ্যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বশীল ভূমিকা পালন করছে, এবং এই ধরণের যৌথ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *