মোঃ সিয়াম
ঢাকা আলিয়া প্রতিনিধি
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার আল্লামা কাশগরী (রহঃ) হলে নবনিযুক্ত প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহ দায়িত্ব গ্রহণের পর প্রথম অভিযানেই জব্দ করা হলো একাধিক নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম।

মঙ্গলবার (১৭ জুন ২০২৫) সকালে হলের বিভিন্ন কক্ষে প্রভোস্টের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ তল্লাশি অভিযানে হিটার, ইনডাকশন কুকার, মাল্টিপ্লাগসহ বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম জব্দ করা হয়, যেগুলো হলে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এগুলোর অতিরিক্ত ব্যবহার বিদ্যুৎ সিস্টেমে বাড়তি চাপ সৃষ্টি করে এবং বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া, দীর্ঘদিন ধরে ক্যান্টিন থেকে হারিয়ে যাওয়া খাবার পরিবেশনের ৮০টি প্লেট এবং ভাতের বলও উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল বলে জানা গেছে।
প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহ বলেন,
“শিক্ষার্থীদের নিরাপত্তা ও হলের শৃঙ্খলা রক্ষা করাই আমার অগ্রাধিকার। বৈদ্যুতিক সরঞ্জামের অতিরিক্ত ব্যবহারে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই নিয়মশৃঙ্খলা বজায় রাখতে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাব।”
তিনি আরও জানান, কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের সচেতন করতে শিগগিরই বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হবে।
ফিকহ বিভাগের এক শিক্ষার্থী বলেন,
“নতুন প্রভোস্ট স্যারের এমন উদ্যোগ ভালো। হলে শৃঙ্খলা থাকা দরকার। তবে আমাদের নিত্যদিনের সমস্যা ও প্রয়োজনীয়তার দিকেও কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ছাত্রদের মধ্যে নিয়মভঙ্গের নানা অভিযোগ থাকলেও এতদিন এর বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা তেমন লক্ষ্য করা যায়নি। নতুন প্রভোস্টের নেতৃত্বে এমন অভিযানে হলে নতুন করে শৃঙ্খলা ফিরিয়ে আনার আশা করছে ছাত্রসমাজ।