উত্তরায় র‍্যাব পরিচয়ে কোটি টাকার ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৮ জুন ২০২৫
রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে এক কোটি আট লাখ টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও উত্তরা বিভাগ। এ ঘটনায় ২২ লাখ টাকার বেশি নগদ অর্থ, ১২ লাখ টাকা ব্যাংকে গচ্ছিত অর্থ, একটি হাইয়েস গাড়ি, র‍্যাব-পুলিশের নকল পরিচয়পত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে পাঁচজন ডাকাতকে।

গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ হাসান (৩৫)
২. গোলাম মোস্তফা ওরফে শাহিন (৫০) – চাকরিচ্যুত পুলিশ সদস্য
৩. শেখ মোঃ জালাল উদ্দিন ওরফে রবিউল (৪৩) – অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট
৪. মোঃ ইমদাদুল শরীফ (২৮)
৫. মোঃ সাইফুল ইসলাম ওরফে শিপন (২৭)

ঘটনার বিবরণ
গত ১৪ জুন সকালে নগদ ডিস্ট্রিবিউটর আব্দুল খালেক নয়ন তার বাসা থেকে নগদের অফিসে যাওয়ার পথে উত্তরা ১২ ও ১৩ নম্বর সড়কের মোড়ে একটি কালো হাইয়েস মাইক্রোবাসে থাকা র‍্যাব লেখা কটি পরিহিত দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তার চার কর্মচারীর কাছ থেকে এক কোটি আট লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তিন কর্মচারীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে, পরে তুরাগে ফেলে যায়।

গ্রেফতার ও উদ্ধার

  • মাইক্রোবাস চালক হাসানকে খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করে তার কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়িটি ও ৮,৫০০ টাকা উদ্ধার করা হয়।
  • মূলহোতা গোলাম মোস্তফা শাহিনকে উত্তরা থেকে গ্রেফতার করে ১৩ লাখ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
  • ইমদাদুল শরীফের কাছ থেকে উদ্ধার হয় ৮ লাখ ৪ হাজার ৭৮০ টাকা।
  • জালাল উদ্দিনের কাছ থেকে উদ্ধার হয় ৬৩ হাজার টাকা এবং ব্যাংকে জমাকৃত ১২ লাখ টাকা।
  • সাইফুল ইসলাম শিপনকে এয়ারপোর্ট রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত উদ্ধার
ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে র‍্যাব-পুলিশের নকল আইডি কার্ড, লাঠি, সিগনাল লাইট, সেনাবাহিনীর লোগোযুক্ত মানিব্যাগ, মোবাইল ফোন ও বিভিন্ন ব্যাংকের চেকবই।

ডিবি ও থানা সূত্রে জানানো হয়, এই চক্রটি দীর্ঘদিন ধরে র‍্যাব ও পুলিশের ছদ্মবেশে ডাকাতি করে আসছিল। এদের মধ্যে গোলাম মোস্তফা একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য এবং জালাল উদ্দিন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট, যিনি নিজেকে “ক্যাপ্টেন” হিসেবে পরিচয় দিতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান এবং অবশিষ্ট টাকার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *