মাধবপুরে ‘নিশান’ সোসাইটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ: পিবিআই’র তদন্তে প্রমাণিত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় অবস্থিত “স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি – নিশান” এর বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে প্রতারণার সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই সূত্রে জানা গেছে, উক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। প্রতি এক লাখ টাকার বিনিময়ে মাসে ২,৫০০ টাকা লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অসংখ্য গ্রাহককে বিনিয়োগে উদ্বুদ্ধ করে প্রতিষ্ঠানটি।

শুরুর দিকে কিছু গ্রাহককে নিয়মিত লভ্যাংশ প্রদান করা হলেও পরবর্তীতে হঠাৎ করেই লভ্যাংশ বন্ধ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আত্মগোপনে চলে যান। এতে ক্ষতিগ্রস্ত হয় শত শত সাধারণ মানুষ।পিবিআই’র তদন্তে উঠে আসে, প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. মঈন উদ্দিন, তার ভাই চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, স্ত্রী ডেপুটি ডিরেক্টর মোছা. আমেনা বেগম ও ছেলে এইচআর বিভাগীয় কর্মকর্তা আব্দুল জলিল সায়েম এই প্রতারণার সঙ্গে জড়িত। তারা মধ্যস্থতাকারীদের নিয়োগ দিয়ে সাধারণ মানুষকে প্রলোভিত করে বিনিয়োগে উৎসাহিত করতেন।

এ ঘটনায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া সুলতানপুর (উত্তর) এলাকার বাসিন্দা স্বপ্না রানী রায় বাদী হয়ে মামলা দায়ের করেন। তিনি ধাপে ধাপে মোট ১৮ লাখ টাকা নিশান সোসাইটিতে বিনিয়োগ করেন। প্রথমদিকে লভ্যাংশ পেলেও পরবর্তীতে কোন টাকা ফেরত না পেয়ে তিনি আইনের দ্বারস্থ হন।

দীর্ঘ তদন্ত শেষে পিবিআই হবিগঞ্জ পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে প্রতারণার সত্যতা নিশ্চিত করে আদালতে প্রতিবেদন দাখিলের প্রস্তুতি নিচ্ছে।পিবিআই জানিয়েছে, কোনো ভুক্তভোগী গ্রাহকের কাছে বিনিয়োগ সংক্রান্ত সঠিক কাগজপত্র বা রশিদ থাকলে, তারা আইনি সহায়তার জন্য পিবিআই’র সহযোগিতা নিতে পারেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *