২৪ ঘণ্টার মধ্যেই চাঞ্চল্যকর ছিনতাইয়ের রহস্য উদঘাটন: নগদ ৩২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক, যশোর | ১৮ জুন ২০২৫
যশোরে নগদ অর্থ পরিবহনকারী এক গাড়িতে সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করে ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার এবং সাতজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি ও থানা পুলিশ।

ঘটনার সূত্রপাত হয় ১৭ জুন সকাল ৯টা ৪৫ মিনিটে, যখন নগদের ডিস্ট্রিবিউটর রবিউল ইসলাম প্রাইভেটকারে যশোর শহর থেকে মনিরামপুর যাচ্ছিলেন। পথে কুয়াদা জামতলা এলাকায় দুটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা গাড়ির গতি রোধ করে, গ্লাস ভেঙে চাপাতি ও চাকু দিয়ে ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী রবিউল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

যশোরের পুলিশ সুপারের নির্দেশে মনিরামপুর থানা, জেলা ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটের একাধিক দল ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নামে। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রথমে ঝিকরগাছার খোষালনগর থেকে সাগর হোসেন (২৪) কে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি RTR মোটরসাইকেল জব্দ করা হয়।

সাগরের দেওয়া তথ্যমতে, একই চক্রের আরও ছয়জনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তদন্তে বেরিয়ে আসে প্রাইভেটকার চালক ইউসুফ আলী @ সাজু (৩১) নিজেই ছিনতাইকারীদের সঙ্গে যোগসাজশে পুরো পরিকল্পনার অন্যতম অংশীদার ছিলেন।

গ্রেফতারকৃতদের দেখানো মতে,

  • ইমদাদুল গাজীর (৪৬) হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৬,৫৫,৫০০ টাকা
  • সুজন ইসলামের (৩৩) বাড়ি থেকে উদ্ধার করা হয় ১৫,৫০,০০০ টাকা

এছাড়া উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাপাতি, চাকুটাকা বহনের ব্যাগ

গ্রেফতারকৃতরা হলেনঃ

১. মোঃ ইউসুফ আলী @ সাজু (৩১), কোতোয়ালি থানা, পোষ্ট অফিস পাড়া
২. রনি গাজী (২৬), বাকড়া দিগদানা
৩. সাগর হোসেন (২৪), খোষাল নগর
৪. সুজন ইসলাম (৩৩), দিগদানা
৫. সোহেল রানা (২১), খোষাল নগর
৬. ইমদাদুল গাজী (৪৬), দিগদানা
৭. নাসিম গাজী (১৯), দিগদানা

তাদের বিরুদ্ধে ছিনতাই ও পরিকল্পিত অপরাধ সংঘটনের দায়ে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *