নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৮ জুন ২০২৫
রাজধানীর ডেমরা থানা এলাকার একটি সংঘবদ্ধ মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো—সুজন মিয়া (২২) ও মোঃ ইউসুফ (২০)। বুধবার (১৮ জুন) চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সাচার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডেমরা থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাগর নামের এক ব্যবসায়ী গত ১৩ জুন রাতে চাঁদপুর থেকে তার মুগদাস্থ বাসার উদ্দেশে মোটরসাইকেলযোগে যাত্রা করেন। পরদিন ১৪ জুন রাত ১২টা ৫ মিনিটে ডেমরা থানাধীন তারাবো-টু-যাত্রাবাড়ি এক্সপ্রেসওয়ের স্টাফ কোয়ার্টার ওভারব্রিজ এলাকায় পৌঁছালে, পিছন দিক থেকে আসা ইয়ামাহা R15 মডেলের একটি মোটরসাইকেল সিগন্যাল দিয়ে তাকে থামায়।
সেই মোটরসাইকেলে থাকা তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি ইলেকট্রিক তার দিয়ে তৈরি লাঠি ও চাপাতি দিয়ে সাগরকে আঘাত করে এবং তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় সাগর ১৬ জুন ডেমরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বুধবার কচুয়ার সাচার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় সুজন ও ইউসুফকে। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার বরুড়া থানার একটি গ্যারেজ থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়, যা ভুক্তভোগী সাগর তার বলে শনাক্ত করেন।
পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত চলছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।