নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৮ জুন ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের কার্যকরী পদক্ষেপ ও তথ্যপ্রযুক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমে এক মোটরসাইকেল আরোহীর হারিয়ে যাওয়া ১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের এ পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপে প্রশংসায় ভাসছেন স্থানীয় বাসিন্দারা।
ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৭ জুন) সকাল আনুমানিক ৯টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে মোঃ আবুল হোসেন খান (৪৫) নামে একজন ব্যক্তি ভাড়ায় চালিত মোটরসাইকেলে চড়ে মোহাম্মদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। তার সঙ্গে ছিল নগদ এক লাখ ৬৫ হাজার টাকা। মোহাম্মদপুরে পৌঁছে তিনি ভুলবশত টাকার ব্যাগটি মোটরসাইকেলে রেখেই নেমে যান, আর চালক ব্যাগটি নিয়েই এলাকা ত্যাগ করেন।
ঘটনার পর মোঃ আবুল হোসেন দ্রুত যাত্রাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ)-এর সরাসরি তত্ত্বাবধানে এসআই হাসান বশির-এর নেতৃত্বে এএসআই মহিউদ্দিন ও এএসআই মাহবুল আলম সমন্বয়ে একটি চৌকস দল গঠন করা হয়।
এই টিম দ্রুত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোটরসাইকেল চালককে শনাক্ত করে এবং তার কাছ থেকে পুরো টাকার ব্যাগটি উদ্ধার করে। পরে তা প্রকৃত মালিক মোঃ আবুল হোসেন খানের নিকট হস্তান্তর করা হয়।
টাকা ফিরে পেয়ে আবুল হোসেন পুলিশ প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে স্থানীয় বাসিন্দারাও পুলিশের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের এ নজিরকে স্বাগত জানিয়েছেন এবং ডিএমপির প্রতি আস্থা প্রকাশ করেছেন।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে সতর্ক থাকার পাশাপাশি যে কোনো প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।