মতিঝিলে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় ট্রাফিক পুলিশ সদস্য আহত, চালক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৭ জুন ২০২৫:
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বেপরোয়া গতিতে চালিত একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় চালককে আটক করে সংক্ষিপ্ত বিচার শেষে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, শাপলা চত্বরে যানজট নিয়ন্ত্রণে সকাল থেকেই দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট সবুজ বিশ্বাস ও কনস্টেবল শিশির কুমার বালা। এ সময় একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক সংকেত না মেনে দ্রুতগতিতে শিশির কুমারকে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে আহত কনস্টেবল শিশির কুমার বালাকে তাৎক্ষণিকভাবে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনাস্থল থেকেই অটোরিকশা চালক আব্দুল খালেক (৫২) কে আটক করে মতিঝিল থানায় সোপর্দ করা হয়।

পরবর্তীতে ডিএমপির মতিঝিল বিভাগের অধীন সংক্ষিপ্ত বিচার আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিবৃতিতে জানায়, সড়কে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যানচলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা এড়াতে সকল চালককে আইন মেনে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *