নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৮ জুন:
সাংবাদিকদের কল্যাণে আন্তরিক পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব গ্রহণের পর মাত্র ১০ মাসে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক এবং মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারের মাঝে মোট ৭ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পরিচালিত এই উদ্যোগে গত বছরের ৩০ অক্টোবর প্রথম পর্যায়ে ঢাকাসহ সারাদেশের ৩৫০ জন সাংবাদিক ও তাঁদের পরিবারকে ২ কোটি ৩৬ লাখ টাকার কল্যাণ অনুদান দেওয়া হয়। এরপর চলতি বছরের ৩০ জানুয়ারি একযোগে ৩০৫ জন সাংবাদিক-সন্তানকে শিক্ষা বৃত্তি বাবদ ৫৫ লাখ ২৬ হাজার টাকা প্রদান করা হয়। এর মধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও মেডিকেল/প্রকৌশল পর্যায়ের শিক্ষার্থীরা উপকৃত হন।
এছাড়া একই দিনে ১২৭ জন সাংবাদিক ও মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে আরও ৮৯ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ১৯৭১ সালের গণ-অভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ এবং আহত ২৬ জন সাংবাদিককে ১ লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকা দেওয়া হয়েছে।
এরপর চলতি বছরের ২২ মার্চ ৩৭৪ জন সাংবাদিক ও তাঁদের পরিবারকে মোট ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়, যার মধ্যে ১১ জন মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারের সদস্য এবং ১৯২ জন জটিল রোগে আক্রান্ত সাংবাদিক অন্তর্ভুক্ত ছিলেন।
সবশেষ গত ৩ জুন, ২৫৪ জন অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক এবং মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে, যার মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার ছিল ১৪টি।
সরকারের এই কল্যাণমূলক পদক্ষেপ একটি চলমান প্রক্রিয়ার অংশ, যা আইনত পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে নির্ধারিত ফরমে যেকোনো সময় আবেদন করা যাবে। যথাযথ যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সহায়তা মঞ্জুর করে ট্রাস্ট।
এই উদ্যোগ সাংবাদিক সমাজে আশার আলো জ্বালিয়েছে। সরকার ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমন কার্যক্রম ভবিষ্যতেও আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।