নিজস্ব প্রতিবেদক:- নরসিংদী, ১৭ জুন ২০২৫:নরসিংদীর পলাশ থানায় অটোরিকশা চালক দেলোয়ার হোসেনকে নৃশংসভাবে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। একইসাথে, তারা পূর্বে সংঘটিত অটোরিকশা চালক ইউনুস ওরফে অপু হত্যাকাণ্ডেরও রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে।
১৬ জুন দিবাগত রাতে পলাশ থানা এবং নরসিংদী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এই মামলার মূল হোতা মো. ইসমাইল মৃধা ওরফে ‘কসাই ইসমাইল’ (২৫), তার সহযোগী শাকিল (২৯) এবং মো. কবির হোসেন ওরফে ‘ইঞ্জিনিয়ার কবির’ (৫৪) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা, দুটি মোবাইল ফোন, হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাকু এবং দুটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে চালকদের দুর্গম এলাকায় নিয়ে গিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাই করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, ইউনুস ওরফে অপু নামের অপর একজন অটোরিকশা চালককে পূর্বে একই কায়দায় হত্যা করে তার মরদেহ গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা দক্ষিণ পাড়ার একটি কলাবাগানে ফেলে রেখে পালিয়ে যায়।
পলাশ থানা পুলিশের চৌকস টিমের এই সফল অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “অটোরিকশা চালকদের টার্গেট করে গঠিত এই চক্রকে আইনের আওতায় আনা হয়েছে। আমরা আরও তথ্য সংগ্রহ করছি এবং অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”