কুড়িগ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি | ১৭ জুন ২০২৫কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক পিতার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত বাবা আবুল কাশেম এখনও পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় এলাকাবাসী। এতে অংশগ্রহণ করে প্রায় ৫০০ জন নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বেলাল উদ্দিন ব্যাপারী, কদম আলী, আমিনুল ইসলাম, শাহ আলমসহ অনেকে। তারা বলেন, এমন পাশবিক ঘটনা আমাদের সমাজে যেন আর না ঘটে, সেজন্য দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা দ্রুত আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

ভুক্তভোগী মেয়েটির অভিযোগ, তার বিবাহ বিচ্ছিন্ন হওয়ার পর বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সেখানেই আবুল কাশেম তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। মেয়েটির ভাষ্যমতে, “আমি বাবাকে বলি—আপনি বাবা হয়ে কীভাবে এ কাজ করতে পারেন? চাইলে আরেকটা বিয়ে করতে পারেন, কিন্তু আমার সঙ্গে এমন আচরণ কেন?” তিনি আরও বলেন, “আমার বাবা আমার ইজ্জত নষ্ট করেছে। আমি তার কঠোর বিচার চাই, আমি তার ফাঁসি চাই।”এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে এবং একটি ধর্ষণ মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নারী অধিকারকর্মীরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *