নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ১৭ জুন ২০২৫:বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মো. খোরশেদ আলম (৪৮)–কে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃত খোরশেদ আলম দীর্ঘদিন পলাতক ছিলেন। এর আগে, একই মামলায় ২০২৫ সালের ১৫ মে সাবেক মেয়রের আরেক ঘনিষ্ঠ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেফতার করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি জিগাতলা এলাকায় “বৈষম্য বিরোধী আন্দোলন” চলাকালে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক ছাত্র নিহত হন। ওই ঘটনার পর ধানমন্ডি থানায় হত্যা মামলা (মামলা নম্বর-৭, তারিখ-১৯/০৯/২০২৪, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়। মামলাটি তদন্ত করছে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খোরশেদ আলম ঘটনার সময় উপস্থিত ছিলেন এবং হামলার নেতৃত্ব দিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আন্দোলনকারীদের ওপর হামলার বিষয়টি স্বীকার করেছেন। খোরশেদ আলম দীর্ঘদিন ধরে সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
গ্রেফতারের পর খোরশেদ আলমকে আদালতে সোপর্দ করা হয় এবং তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে বলে সিআইডি সূত্র জানিয়েছে।