ঢাকা, ১৬ জুন ২০২৫ (সোমবার):
ইরানে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি হটলাইন চালু করেছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি হটলাইন নম্বর চালু করা হয়েছে।

ইরানে অবস্থানরত বাংলাদেশিরা এবং বাংলাদেশে অবস্থানরত তাদের স্বজনরা প্রয়োজনীয় যোগাযোগের জন্য নিচের নম্বরগুলোতে সরাসরি (WhatsApp-সহ) যোগাযোগ করতে পারবেন:
📞 বাংলাদেশ দূতাবাস, তেহরান – হটলাইন নম্বর:
১। +৯৮৯৯০৮৫৭৭৩৬৮
২। +৯৮৯১২২০৬৫৭৪৫
📞 পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা – হটলাইন নম্বর:
+৮৮০১৭১২০১২৮৪৭
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।