মিরাজ ইসলাম:- আজ বিশ্ব বাবা দিবস—নিঃশব্দে দায়িত্ব পালনকারী, ছায়ার মতো পাশে থাকা, ত্যাগ ও স্নেহের এক অবিচল প্রতীক ‘বাবা’র প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর দিন। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার এই দিনটি বিশ্বব্যাপী পালন করা হয়, যা এই বছর পড়েছে ১৫ জুন ২০২৫।
বাবা—একটি শব্দ নয়, এটি একটি অনুভব, একটি আত্মত্যাগের নাম। জন্মের পর থেকেই সন্তানকে আগলে রাখা, জীবনের প্রতিটি প্রয়োজন মেটাতে দিনরাত পরিশ্রম করা, কঠিন সময়েও সাহস হয়ে পাশে দাঁড়ানো—এই সব কিছু যেন বাবার সহজাত দায়িত্ব।
শুধু আর্থিক বা বাহ্যিক দায়িত্ব নয়, বাবার ভালোবাসা থাকে অনেক সময় অপ্রকাশিত। তার কঠোর মুখের পেছনে লুকিয়ে থাকে গভীর স্নেহ, তার রাগের আড়ালে থাকে সীমাহীন মমতা। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি বাঁকে বাবার অবদান কতটা গভীর ও বিস্তৃত।
বর্তমান সময়ে যখন পরিবারে মূল্যবোধ ও সম্পর্কের টানাপোড়েন লক্ষ্য করা যায়, তখন বাবা দিবস হয়ে উঠতে পারে পারস্পরিক ভালোবাসা ও সম্মান প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই দিনে সন্তানরা নানা উপায়ে বাবাকে শুভেচ্ছা জানান, উপহার দেন, অনেকেই সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ করেন।
বিশেষ করে যারা আজ বাবাকে হারিয়েছেন, তাদের কাছে এই দিনটি হয়ে ওঠে আরও আবেগঘন। বাবার স্মৃতি, তার কণ্ঠস্বর, তার ছায়া—সব যেন ফিরে ফিরে আসে মনে।
এই দিনটির মূল বার্তাই হলো—বাবা শুধু একজন মানুষ নন, তিনি এক নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক।
বিশ্ব বাবা দিবস উপলক্ষে আমরা সকল বাবার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা।
হ্যাপি ফাদার্স ডে!