নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ১৪ জুন ২০২৫:চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠিয়ে যুদ্ধে বাধ্য করার অভিযোগে মানব পাচারকারী চক্রের মূলহোতা মুহাম্মদ আলমগীর হোছাইনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গত ১২ জুন ভোররাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। বনানী থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নং-০৪, তারিখ- ০৪/০২/২০২৩) তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সিআইডি জানায়, চক্রটি রাশিয়ায় চকলেট ফ্যাক্টরি, ক্লিনার বা বাবুর্চির চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরবের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের সেখানে পাঠাত। পরে তাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাধ্য করা হতো। এ প্রক্রিয়ায় একাধিক ভিকটিম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।
জানা গেছে, নাটোরের হুমায়ুন কবির এ যুদ্ধে নিহত এবং কেরানীগঞ্জের আমিনুল গুরুতর আহত হন। ভিকটিম মো. আকরাম হোসেন সৌদি আরব ও রাশিয়া হয়ে পালিয়ে নিজ দেশে ফিরে আসেন এবং পরিবারের সহযোগিতায় মামলা দায়ের করেন।
সিআইডি আরও জানায়, বর্তমানে একইভাবে প্রলোভনে পড়ে সৌদি আরবে আটকে থাকা আরও ১০ বাংলাদেশি দেশে ফিরতে পারছেন না। তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে।
মানব পাচারের এই চক্রের আরও এক সদস্য ফাবিহা জেরিন তামান্নাকে গত ফেব্রুয়ারিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে সিআইডি। তিনি “ড্রীম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড”-এর অংশীদার ছিলেন।সিআইডি জানায়, ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনার পাশাপাশি এই চক্রের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।