নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ১৪ জুন ২০২৫:
প্রচণ্ড গরমে একটু সস্তি দিতে পথচারী ও রিকশাচালকদের মাঝে ওরাল স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিল। শনিবার (১৪ জুন) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ডেইলি প্রেজেন্ট টাইমসের প্রধান সম্পাদক ও বাংলাদেশ এডিটরস ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি ও চ্যানেল এস-এর জয়েন্ট নিউজ এডিটর টি এইচ এম জাহাঙ্গীর।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলা টাইমসের সহকারী সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রেজেন্ট টাইমসের সিনিয়র রিপোর্টার ইতি আক্তারসহ বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, চলমান তীব্র গরমে সাধারণ মানুষ, বিশেষ করে রিকশাচালক ও পথচারীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। তাদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবেই এই স্যালাইন বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিল জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত নানা উদ্যোগ গ্রহণ করে আসছে।