‘বিয়ে নয়, চাই একজন সঙ্গী’ — সম্পর্ক নিয়ে স্পষ্ট দিব্যা দত্ত

বিনোদন প্রতিবেদক:- ‘বিয়ে করতে চাই না, তবে একজন সঙ্গী চাই’—সম্প্রতি এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন বলিউডের খ্যাতিমান অভিনেত্রী দিব্যা দত্ত। সালমান খান ও সুস্মিতা সেনের মতো তিনিও বিয়ে না করার সিদ্ধান্তে অটল, তবে অর্থবহ এক সঙ্গীর খোঁজে রয়েছেন বলে জানান এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় একটি হিন্দি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যা বলেন, “যদি একজন ভালো সঙ্গী খুঁজে পাই, তাহলে বিয়ের কথা ভাবতে পারি। তবে তা না হলেও জীবন সুন্দরভাবে চলতে পারে। অকার্যকর সম্পর্কের চেয়ে নিজের জন্য সময় দেওয়া অনেক বেশি মূল্যবান।”

তিনি আরও বলেন, “আমি বহু পুরুষের মনোযোগ পেয়েছি এবং সেটা উপভোগও করি। তবে সম্পর্ক মানে কেবল উপস্থিতি নয়, মানে হলো সংযোগ। এমন একজন যার হাত ধরে আপনি নিরাপদ বোধ করবেন। যদি সেটা না-ও হয়, আমার জীবনে সুন্দর বন্ধুরা আছেন, এবং আমি নিজেও নিজের জন্য যথেষ্ট।”

দিব্যার কথায় উঠে এসেছে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের এক অনন্য বার্তা। তার ভাষায়, “একটা সময় ছিল যখন মনে হতো, জীবনে সঙ্গী না থাকলে অপূর্ণতা থাকে। এখন বুঝি, সেই ভাবনাটা ভুল ছিল। আমি এখন আর আমার আস্তিনে হৃদয় পরে ঘুরি না।”

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রসঙ্গে দিব্যা আরও জানান, “একবার আমার এক বন্ধু বলেছিল, ‘তুমি তো সুন্দর, আকর্ষণীয়, যত্নশীল—তবে বিয়ে করোনি কেন?’ আমি হেসে বলেছিলাম, ‘সম্ভবত আমি ওভারকোয়ালিফাইড!’”

অভিনয় জীবনেও দিব্যা দত্ত চমৎকারভাবে এগিয়ে চলেছেন। সম্প্রতি তাকে দেখা গেছে ‘ছাবা’ ছবিতে, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবিতে ভিকি কৌশল, অক্ষয় খান্না ও রশ্মিকা মান্দান্না অভিনীত চরিত্রগুলোর সঙ্গে দিব্যার অভিনয় প্রশংসিত হয়েছে। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৮০৭.৮৮ কোটি রুপি এবং এখন এটি নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে।

দিব্যার পরবর্তী সিনেমা ‘নাস্তিক’, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন অর্জুন রামপাল, ইহানা ধিলোঁ ও হর্ষালি মালহোত্রা। ছবিটি পরিচালনা করছেন শৈলেশ ভার্মা। তবে এখনো এই ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *