ইসরায়েলে পাল্টা হামলা চালাতে ইরানের পাঠানো প্রায় ১০০ ড্রোন ভূপাতিত করার চেষ্টা চলছে

সাউথ বাংলা অনলাইন ডেস্ক:- আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই ইরান থেকে ইসরায়েলের দিকে পাঠানো হয়েছে প্রায় ১০০টি ড্রোন। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এসব ড্রোন ভূপাতিত করতে সক্রিয়ভাবে কাজ করছে তারা।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময় ইরানের ভেতরে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির অন্তত ৮টি শহরে একযোগে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের জানান, “ইরানের ভেতরে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বাহিনীর ২০০টিরও বেশি যুদ্ধবিমান আঘাত হানে। হামলার পরপরই ইরান থেকে প্রায় ১০০টি ড্রোন পাঠানো হয়েছে ইসরায়েলের দিকে, যেগুলো প্রতিহত করা হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, এসব হামলায় ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ, ইসলামিক রেভল্যুশনারি গার্ডের প্রধান এবং দেশটির জরুরি কমান্ডের প্রধান নিহত হয়েছেন।

তেহরানে হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছে জরুরি সেবা কর্মীরা। অন্যদিকে, ইসরায়েলি সামরিক সূত্রের বরাতে জানানো হয়েছে, পাঁচটি ধাপে পরিচালিত এ অভিযানে ইরানের অন্তত আটটি শহরে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এখন আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। নতুন করে এই উত্তেজনা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *