রাজধানীতে চুরি মামলায় দুই আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ১৩ জুন ২০২৫:রাজধানীর কদমতলী ও রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন মো. মিরাজ হাওলাদার (৩০) ও মো. হানিফ (৪৫)।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৯ জুন কামরাঙ্গীরচর থানাধীন কয়লাঘাট এলাকায় সালমান নেভিগেশন কোম্পানির ড্রেজার থেকে প্রায় ২ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি হয়। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল ১৫টি লোহার ড্রেজার পাইপ, ১০৫ লিটার ডিজেল ও ১৫ লিটার মবিল।

এ ঘটনায় কোম্পানির ম্যানেজার মো. আলমগীর হোসেন মৃধা কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১০, তারিখ- ১২/০৬/২০২৫, ধারা- ৩৭৯ পেনাল কোড)। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১০ এর সহায়তা চেয়ে অধিযাচনপত্র পাঠান।র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে গতকাল প্রথমে কদমতলীর মাতুয়াইল এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. মিরাজ হাওলাদারকে গ্রেফতার করে। একই রাতে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকা থেকে মামলার তদন্তে পাওয়া আরও এক আসামি মো. হানিফকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে সংশ্লিষ্ট থাকার বিষয়ে স্বীকারোক্তি পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *