নিজস্ব প্রতিবেদক:- খুলনা, ১৩ জুন ২০২৫:খুলনা মহানগরীতে বিক্রির উদ্দেশ্যে আনা ১৯০ কেজি (প্রায় ৪ মণ ৩০ কেজি) মরা গরুর মাংসসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১২ জুন গল্লামারী এম এ বারী সড়কে স্থাপিত চেকপোস্টে যশোর-ন-১১-১২৯০ নম্বরের একটি পিকআপ ভ্যান থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। চালক প্রাথমিকভাবে জানায় যে গাড়িতে গরুর মাংস রয়েছে। পুলিশ সন্দেহ হলে গাড়িটি তল্লাশি করে দেখা যায়, পলিথিনে মোড়ানো অবস্থায় অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত মাংস রয়েছে।

পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে চালক ও সহকারী স্বীকার করে, তারা চুয়াডাঙ্গার জীবননগর এলাকা থেকে রোগাক্রান্ত মরা গরু জবাই করে এই মাংস খুলনার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় সরবরাহ করতে এনেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাংসের মধ্য থেকে এক কেজি নমুনা পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং বাকি অংশ আদালতের নির্দেশে ধ্বংস করা হবে।গ্রেফতারকৃতরা হলেন: ১. মমিন (৪৫), পিতা-আব্দুল লতিফ, সাং-জলিলপুর, নিকারীপাড়া, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ২. তামিম হাওলাদার (২০), পিতা-সোহেল হাওলাদার, সাং-আল আমিন মহল্লা, আলীর ক্লাব, থানা-সোনাডাঙা মডেল, খুলনা মহানগর।