নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ১২ জুন ২০২৫:রাজধানীর জুরাইন এলাকায় কদমতলী থানা পুলিশের চেকপোস্ট তল্লাশিতে ধরা পড়েছে দুটি চোরাই ল্যাপটপ ও দুটি চোরাই মোবাইল ফোনসহ এক চোর। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ কাউসার (৩৪)। তার বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার বদলপুর গ্রামে।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে জুরাইন এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন কাউসারকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করে এবং তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে একটি Asus ল্যাপটপ, একটি HP ল্যাপটপ, একটি Redmi 10 ও একটি Oppo A54 মডেলের মোবাইল ফোন উদ্ধার করে।
কদমতলী থানা সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে কাউসার স্বীকার করে যে, সে গেন্ডারিয়া থানাধীন নারিন্দা এলাকার একটি বাসায় ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে এসব চুরি করে নিয়ে এসেছে।গ্রেফতারকৃত কাউসারের বিরুদ্ধে কদমতলী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।