নিজস্ব প্রতিবেদক:– গত ৭ জুন ২০২৫ খ্রি. বিকেল ৪:৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর সিনেমা হলের পিছনের গুদারাঘাট রোডে টিনসেড ভবনের দ্বিতীয় তলায় পড়ে থাকা অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহের সনাক্তকরণের চেষ্টা ও আইনগত কার্যক্রম অব্যাহত রেখেছে। পরিচয় সংক্রান্ত কোনো তথ্য থাকলে অবিলম্বে নীচের নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে:
- অফিসার ইনচার্জ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা: 01320089481
- ডিউটি অফিসার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা: 01320089486
জরুরি সহায়তা ও তথ্যদানের জন্য জনসাধারণের সমর্থন কামনা করছে পুলিশ।