বিনোদন ডেস্ক:- সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা বুবলি। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “কিছু কিছু ভাইয়া-আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন—বিশেষ করে বাচ্চাদের নিয়ে।
”তিনি আরও লেখেন, “বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন, সময় দেন। শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না।”
পরিবারের বন্ধন ও সন্তানের ভবিষ্যৎ প্রসঙ্গে বুবলি বলেন, “সব বাবা-মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই। কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।
”পোস্টের শেষে বুবলি জানান, কিছুদিন আগের জন্মদিনের মতোই ঈদও ছেলে শেহজাদ তার বাবা-মা ও পরিবারের সঙ্গে আনন্দে কাটিয়েছে। “এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক স্পেশাল দিনগুলোর মতোই।”