নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে নির্বাচন ও জনগণের অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই। শুধু গণতন্ত্র থাকলেই হবে না, গণতন্ত্রের দায়িত্বও আছে। সেই দায়িত্ব পালন করলেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে।
”সোমবার (৯ জুন) দুপুরে ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “জাতিকে পুনর্গঠন করতে হলে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞানের প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে না পারলে আমরা পিছিয়ে পড়ব।”
তিনি আরও বলেন, “সারা দেশে শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে। কে দায়ী, সেটা বড় বিষয় নয়—আমরা সামগ্রিকভাবে মান কমে যাওয়ার কথা বলছি।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “জাতি গঠনের জন্য লেখাপড়ার বিকল্প নেই। পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং খেলাধুলারও গুরুত্ব রয়েছে। জ্ঞানের সাথে সাথে শারীরিক যোগ্যতাও অর্জন করতে হবে।”
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “ছাত্রদের শিক্ষা বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। ভালোভাবে বুঝিয়ে, নিশ্চিত করতে হবে তারা যেন শিক্ষার মূল বিষয়বস্তু আয়ত্ত করতে পারে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।