হোয়াইট হাউসে স্টারলিংক নিয়ে উদ্বেগ, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা

সাউথ বাংলা ডিজিটাল ডেস্ক:

বিনামতে ইন্টারনেট সংযোগ, বাইপাস হতে পারে ভিপিএন—ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানে চাঞ্চল্য

ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংককে ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়েছে হোয়াইট হাউসে। ওয়াশিংটন পোস্ট–এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসনের কর্মকর্তারা স্টারলিংকের সংযোগ ব্যবস্থাকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ‘হুমকি’ হিসেবে বিবেচনা করছেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের (ডিওজিই) প্রতিনিধিরা হোয়াইট হাউস সংলগ্ন আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের ছাদে একটি স্টারলিংক টার্মিনাল স্থাপন করেন। বিষয়টি হোয়াইট হাউসের যোগাযোগ নিরাপত্তা বিভাগ জানত না। আরও উদ্বেগজনক হলো, ওই টার্মিনালের মাধ্যমে ‘Starlink Guest’ নামে একটি ওয়াইফাই নেটওয়ার্ক চালু ছিল, যার নিরাপত্তা ছিল প্রশ্নবিদ্ধ—শুধু পাসওয়ার্ডেই সংযোগ মিলছিল, ব্যবহারকারীর নাম কিংবা টু-ফ্যাক্টর অথেনটিকেশন ছিল না।

হোয়াইট হাউসের এক প্রযুক্তি কর্মকর্তা বলেন, “এটি আমাদের বিদ্যমান সাইবার নিরাপত্তা নীতিকে বাইপাস করার মতো ঘটনা।” তিনি আরও জানান, সরকারি ডিভাইসগুলোতে যেখানে কঠোর নিয়ন্ত্রণ ও VPN ব্যবহৃত হয়, সেখানে স্টারলিংকের মাধ্যমে বাইরের নেটওয়ার্কে প্রবেশ সম্ভব হয়ে যায়—যা বড় ধরনের তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি করতে পারে।

এ প্রসঙ্গে ওয়াশিংটন পোস্ট হোয়াইট হাউসের বক্তব্য চাইলে বিষয়টি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসে পাঠানো হয়। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেন, “ডিওজিই হোয়াইট হাউস এলাকায় ইন্টারনেট সুবিধা উন্নত করতে স্টারলিংক ব্যবহার করেছে। আমরা এটিকে কোনো ধরনের হুমকি হিসেবে দেখিনি।”

তবে প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এমন স্পর্শকাতর স্থানে যাচাইবিহীন সংযোগ বসানো এবং প্রশাসনের একাংশের অজ্ঞতা—উভয়ই ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা ইস্যু তৈরি করতে পারে।

এই পরিস্থিতির পটভূমিতে উঠে এসেছে ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলমান সম্পর্কের টানাপোড়েনও। মাস্ক যেখানে ট্রাম্পের অর্থনৈতিক নীতিকে ‘জঘন্য’ বলছেন, সেখানে ট্রাম্পও মাস্কের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেছেন। মাস্ক একধাপে ট্রাম্পকে ‘এপস্টেইন ফাইল’-এ জড়িত’ বলেও দাবি করেছেন—যদিও কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এমন রাজনৈতিক ও প্রযুক্তিগত জটিল প্রেক্ষাপটে স্টারলিংকের নিরাপত্তা বিতর্ক এখন হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *