৯১ বছর বয়সে বলিউডে পা: আমির খানের মায়ের অভিষেক ‘সিতারে জমিন পার’–এ

বিনোদন প্রতিবেদক:- বলিউড সুপারস্টার আমির খানের মা জিনাত হুসেন ৯১ বছর বয়সে প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করলেন। আমির খানের প্রযোজিত আসন্ন ছবি ‘সিতারে জমিন পার’–এ তাঁকে দেখা যাবে অতিথি চরিত্রে। একই ছবিতে থাকছেন আমিরের বোন নিখাত খানও।

ভারতীয় বিনোদনমাধ্যম পিংকভিলার প্রতিবেদনে জানানো হয়েছে, ছবির পরিচালক আর এস প্রসন্ন প্রথমে আমিরকে অনুরোধ করেন, যেন তিনি তাঁর মাকে ছবির একটি দৃশ্যে অভিনয় করতে রাজি করান।

আমির খান জানান, তাঁর মা কখনো সিনেমার শুটিং সেটে যাননি। তবে ‘সিতারে জমিন পার’ ছবির শুটিংয়ের সময় ‘হ্যাপি ওয়েডিং সং’ নামে একটি গানের দৃশ্য ধারণ হচ্ছিল। সেসময় আমিরের মা ইচ্ছা প্রকাশ করেন শুটিং দেখতে যাওয়ার।

আমির বলেন, “প্রসন্ন আমার কাছে এসে বললেন, স্যার, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আম্মিজিকে দৃশ্যে আসার জন্য অনুরোধ করতে পারেন? এটি ছবির শেষ গান, একটি বিবাহ উদ্‌যাপনের দৃশ্য। অতিথিদের ভিড়ে তিনি স্বাভাবিকভাবেই মিশে যেতে পারবেন।”

প্রথমে রাজি না হলেও পরে আমির খান তাঁর মাকে অনুরোধ করেন। আমিরের ভাষ্যে, “আমি ভাবিনি উনি রাজি হবেন। উনি খুব জেদি। কিন্তু তিনি বললেন, ‘হ্যাঁ, ঠিক আছে।’ আমি হতবাক হয়ে গেলাম।”

এরপর জিনাত হুসেন কিছু শট দেন এবং গানের দৃশ্যে উপস্থিত হন। এটিই তাঁর প্রথম এবং একমাত্র সিনেমা, যেখানে তাঁকে পর্দায় দেখা যাবে।

জিনাত হুসেনের জন্মদিন ১৩ জুন। এ বয়সে এসে ছেলের প্রযোজনায় বলিউডে অভিষেক ঘটানোটা তাঁর জন্য যেমন স্মরণীয়, তেমনি বলিউডের জন্যও এক আবেগঘন মুহূর্ত।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *