কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের তিনটি চরাঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। ক্রিস্টাল ওপেন স্কাউটস, মতিঝিল, ঢাকার অর্থায়নে দুইদিনে মোট ৬টি গরু ও একটি খাসি কোরবানি দিয়ে ১ কেজি করে মাংস বিতরণ করা হয়।
রোববার (৮ জুন) কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুরে অবস্থিত ‘আবুল হোসেন চৌধুরী প্রাথমিক বিদ্যালয়’ ও চর ঘনেশ্যামপুরের ‘হেলালি খানম প্রাথমিক বিদ্যালয়ে’ ৪টি গরু কোরবানি দিয়ে স্কুল শিক্ষার্থী ও দুঃস্থ পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়।এর আগে ঈদের দিন জগমনের চরে আরও ২টি গরু ও ১টি খাসি কোরবানি দেওয়া হয়।
দুইদিনের এই কর্মসূচিতে ৬টি গরুর মোট ১৭ মণ ২১ কেজি এবং ১টি খাসির ১৬ কেজি মাংস চরবাসীর মাঝে ভাগ করে দেওয়া হয়।
জোবেদা বাতিঘর নারী কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী কৃষিবিদ ড. শাহনাজ বেগম নাজু জানান, “প্রতি বছরই ক্রিস্টাল ওপেন স্কাউটস-এর অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হয়। শুধু কোরবানি নয়, দুর্যোগকালীন সময়েও আমরা মানুষের পাশে থাকি, এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।”