নিজস্ব প্রতিবেদক: চব্বিশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটি ১,৫০০টি পুনর্বাসনঘর নির্মাণ করেছে, যেখানে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৮৫ হাজার টাকা।
ঘরগুলোর প্রতিটির মাপ ১৯ ফুট বাই সাড়ে ১৮ ফুট। আধুনিক নকশার এ ঘরগুলোতে রয়েছে একটি দরজা, পাঁচটি জানালা, দুটি বেডরুম, একটি ড্রইংরুম এবং একটি ছোট বারান্দা। বসবাস উপযোগী এসব ঘর বন্যায় গৃহহীন হওয়া পরিবারগুলোর নতুন জীবনের আশার প্রতীক হয়ে উঠছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। ঘরপ্রাপ্ত পরিবারগুলো আনন্দ-অভিভূত হয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।