নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর খোঁজ-খবর নিতে রাজধানীর পল্লবীতে যান দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
তিনি চব্বিশের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা রমজান মিয়া, ২০২২ সালের ৭ ডিসেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত মকবুল হোসেন এবং সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত শ্রমিকদল নেতা বিল্লাল গাজীর পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন ও আর্থিক সহায়তা প্রদান করেন।
বিশেষ করে বিল্লাল গাজীর পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় আমিনুল হক নিহতের সন্তানের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন এবং বলেন,
“বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হবে। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।”
পরিবারগুলো আমিনুল হকের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।