কুড়িগ্রাম প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহার আনন্দ থেকে বঞ্চিত না হন কোনো অসহায় মানুষ—এই প্রত্যয়ে কুড়িগ্রাম সদর, চিলমারী ও উলিপুর উপজেলায় ৬ হাজার ৫০০ দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা।
শনিবার (৭ জুন) শুরু হয়ে দুই দিনব্যাপী চলা এই কর্মসূচিতে ৭৮টি গরু কোরবানি দিয়ে বণ্টন করা হয় মাংস। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় ২০০ স্বেচ্ছাসেবীর অক্লান্ত পরিশ্রমে এই কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল্লাহ, মো. মাসুদ হোসেন, নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ, ফারুক আহমেদ ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু।
জাকাত ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরবানির মাংস পেয়ে খুশি উপকারভোগীরা। কুড়িগ্রাম ধরলা সেতু সংলগ্ন আবাসনে বাস করা বুলো বেওয়া (৬২) বলেন, “আমার কেউ নাই দুনিয়ায়। কেউ কুরবানির মাংস দেয়নি, জাকাত ফাউন্ডেশন থেকে পেয়ে খুব উপকার হয়েছে।
”কাঁঠালবাড়ি ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী আয়নাল হক (৫৮) বলেন, “আমি কাজ করতে পারি না। উপার্জনের উপায় নেই। জাকাত ফাউন্ডেশনের কারণে এবার ঈদে মাংস খেতে পারব।
”নাগরিক কমিটির ড. আতিক মোজাহিদ বলেন, “যাদের সামর্থ্য নেই তাদের জন্যই এই কর্মসূচি। জাকাত ফাউন্ডেশনের মাধ্যমে আমরা মানবিক উদ্যোগ নিয়েছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জাকাত ফাউন্ডেশনকে ধন্যবাদ। এটি একটি অনুকরণীয় উদ্যোগ।
”উল্লেখ্য, ২০০৭ সাল থেকে বাংলাদেশে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা শিক্ষা, স্বাস্থ্য, পানি, নারী ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রে মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। এ বছর কুড়িগ্রামের পাশাপাশি দেশের সাতটি বিভাগের ১০টি উপজেলায় মোট ১১৪টি গরু কোরবানি দিয়ে অসংখ্য পরিবারের মাঝে মাংস বিতরণ করেছে সংস্থাটি।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ন্যায়বিচারভিত্তিক ও সহনশীল সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।