নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজারকে আঘাত করে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতের নাম মো. অনিক ইসলাম (২৬)। তিনি বোয়ালিয়া থানার শিরোইল টার্মিনাল রোড এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার)–এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম ৭ জুন সন্ধ্যা ৬টায় বোয়ালিয়ার সাধুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।পুলিশ জানায়, এ ঘটনায় এ পর্যন্ত মোট তিনজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।উল্লেখ্য, গত ২০ এপ্রিল সকালে বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় ব্যবসায়ী বিপুল ঘোষের ম্যানেজার দিলীপ কুমার প্রামানিক ১৩ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন। দুই মোটরসাইকেল আরোহী তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়। ধস্তাধস্তির সময় ২ লাখ ৫০ হাজার টাকা রাস্তায় পড়ে গেলেও ছিনতাইকারীরা ১০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।