নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আযহার লম্বা ছুটিতে কুয়াকাটার সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। আর এসব পর্যটকদের স্বাগত জানাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌর বিএনপি।
শনিবার (৬ জুন) বিকেলে সৈকতের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে আগত পর্যটকদের হাতে রজনিগন্ধা ফুল তুলে দেন বিএনপি নেতা-কর্মীরা। ঈদের শুভেচ্ছা জানিয়ে এই ফুল বিতরণ কার্যক্রমে অংশ নেন পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ঢালী, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মোল্লা, পৌর কৃষক দলের সভাপতি আলী হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রেদোয়ান ইসলাম রাসেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই ভিন্নধর্মী আয়োজনে খুশি হয়ে পর্যটকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকদের প্রতি।