নিজস্ব প্রতিবেদক |
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ রাখতে রাজধানীর ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে অভিযান জোরদার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরই অংশ হিসেবে গুলিস্তান এলাকা থেকে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ মাসুদ মিয়া (৩৫)
২. মোঃ নজরুল ইসলাম (৪০)
৩. আলামিন (২২)
৪. মোঃ সজল মিয়া (৩৩)
বুধবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলিস্তানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি-লালবাগ সূত্রে জানা গেছে, রাজধানীবাসীর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে লালবাগ বিভাগের জোনাল টিম নিয়মিত গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। অভিযানের সময় গ্রেফতার চারজন ছিনতাইয়ের প্রস্তুতিতে ছিল বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।