নিজস্ব প্রতিবেদক | ৬ জুন ২০২৫
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ফেসবুক পোস্টে তিনি জানান, প্রধান উপদেষ্টার এ ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে সফর করেছেন, যার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য কিছু বৈঠক নিয়ে জল্পনা-কল্পনাও দেখা যায়। তবে ঈদ উপলক্ষে দেওয়া এই ভাষণ মূলত জাতিকে শুভেচ্ছা ও উদ্দীপনা দেওয়ার উদ্দেশ্যে বলে ধারণা করা হচ্ছে।