ঈদুল আজহায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত ও নিশ্ছিদ্র ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা |

পবিত্র ঈদুল আজহা উদযাপনকে সামনে রেখে ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত, সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল ১১টায় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।

তিনি জানান, এবছর রাজধানীজুড়ে ১১৮টি ঈদগাহ এবং ১,৬২১টি মসজিদে মোট ১,৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ প্রতিটি জামাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থায় যা থাকছে:

  • পুরো ঈদগাহ মাঠ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে
  • ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন
  • ওয়াচ টাওয়ার, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল তল্লাশি ব্যবস্থা
  • নারীদের জন্য আলাদা নামাজের স্থান ও পৃথক নিরাপত্তা পরিকল্পনা
  • বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ক্যানাইন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে

ডিএমপি কমিশনার বলেন, “নাগরিকদের নিরাপদ ঈদ উদযাপনের লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। তবে ঈদগাহে প্রবেশের সময় কোনো ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো বস্তু সঙ্গে আনা যাবে না।”

তিনি আরও জানান, জাতীয় ঈদগাহ ময়দানে আসার তিনটি প্রধান প্রবেশপথ—মৎস্য ভবন ক্রসিং, প্রেসক্লাব ও হাইকোর্ট মোড়ে থাকবে ব্যারিকেড ও তল্লাশি ব্যবস্থা।

যানচলাচলে ডাইভারশন ব্যবস্থা:

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, বিপিএম-সেবা জানান, ঈদের দিন সকাল ৬টা থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত জাতীয় ঈদগাহের চারপাশে যানচলাচলে ডাইভারশন কার্যকর থাকবে। মুসল্লিদের যাতায়াতে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে বিকল্প সড়ক ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

সবার প্রতি আহ্বান:
সন্দেহজনক কিছু দেখলে দ্রুত ৯৯৯ বা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি মহানগরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছাও জানান।

এ সময় ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *