কুড়িগ্রাম প্রতিনিধি, ৬ জুন:
সীমান্ত ঘেঁষা কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ বিনোদন পার্ক—কুড়িগ্রাম ডিসি পার্ক। ধরলা নদীর পূর্ব তীরে মাধবরাম এলাকায় প্রায় ৩০ একর সরকারি খালি জমিতে এই পার্ক গড়ার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
জেলা প্রশাসনের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলাবাসী এর দ্রুত বাস্তবায়ন চেয়েছেন। পার্কটি নির্মিত হলে বিনোদনের পাশাপাশি জেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সকলে।
জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত:
স্থানীয় শিক্ষার্থী আসিফ হাসান বলেন, “ডিসি পার্ক কুড়িগ্রামের জন্য রোল মডেল হতে পারে।”
বসুন্দেবপুরের আবু সাইদ বলেন, “এটি হলে আমাদের ব্যবসা-বাণিজ্যও বাড়বে।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “নাম যাই হোক, উন্নয়নটাই মুখ্য।”
নাগরিক কমিটির মোঃ মুকুল মিয়া বলেন, “৩০ একর ফাঁকা জমিকে কাজে লাগানো হবে, পার্কের মাধ্যমে বিনোদনের ঘাটতি পূরণ হবে।”
জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফারুকী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু উভয়েই জানান, সকল রাজনৈতিক দলের সম্মিলিত মতেই পার্কের নামকরণ ও বাস্তবায়ন সিদ্ধান্ত হয়েছে।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন:
“আমার উদ্দেশ্য কুড়িগ্রামের মানুষকে একটি পরিপূর্ণ বিনোদনের স্থান উপহার দেওয়া। সমন্বয় সভায় রাজনৈতিক, সামাজিক ও নাগরিক নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে কুড়িগ্রাম ডিসি পার্ক বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”