মাহবুব হোসেন মেজর, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর থানার পুলিশের অভিযানে ১১৫ পিস নিষিদ্ধ ইনজেকশন (এ্যাম্পল) উদ্ধার করা হয়েছে।বুধবার সন্ধ্যায় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হকের নেতৃত্বে এসআই মাহফুজার রহমান, এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই মোঃ হারুন রশিদ অভিযান পরিচালনা করেন।
অভিযানটি চালানো হয় হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মোছাঃ লাভলী বেগমের বাড়িতে। অভিযানকালে পুলিশ ১১৫ পিস এ্যাম্পল জব্দ করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।মামলার একমাত্র অভিযুক্ত লাভলী বেগম (৩১), স্বামী- মোঃ ফারুক হোসেন, বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
হাকিমপুর থানা সূত্রে জানা গেছে, পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।