সেনা অভিযানে কক্সবাজারে শাহীন ডাকাতসহ গ্রেফতার ৩, অস্ত্র-ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত যৌথ অভিযানে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ‘সীমান্তের ডন’ খ্যাত শাহীন ডাকাত ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টার দিকে পরিচালিত অভিযানে দেশীয় অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা ও ধারালো অস্ত্রসহ তাদের আটক করা হয়।অভিযানে উদ্ধার করা হয়:একটি দেশীয় প্রযুক্তির .২২ বোর আগ্নেয়াস্ত্রতিনটি একনলা বন্দুক১০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি২০ হাজার পিস ইয়াবাএকাধিক দেশীয় ধারালো অস্ত্রপুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০টির বেশি হত্যা, ডাকাতি ও অপহরণের মামলা রয়েছে।২০২৩ সালে একবার গ্রেফতার হলেও শাহীন জামিনে মুক্তি পেয়ে পুনরায় সক্রিয় হয়ে ওঠে। নাইক্ষ্যংছড়ি ও আশপাশের সীমান্ত এলাকায় সে হত্যা, ডাকাতি ও গরু চোরাচালানের মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছিল।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় শাহীন ও তার সহযোগীরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তবে যৌথ বাহিনীর কৌশলে কোনো হতাহতের ঘটনা ছাড়াই সফলভাবে অভিযান সম্পন্ন হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে। অপরাধ সংক্রান্ত কোনো তথ্য জানাতে নাগরিকদের সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *