নিজস্ব প্রতিবেদক:- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (৫ জুন) এক প্রেস ব্রিফিংয়ে রিজভী বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, একটি দুর্বৃত্তচক্র পরিকল্পিতভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেইক ফেসবুক অ্যাকাউন্ট খুলে মিথ্যা ও বানোয়াট পোস্ট দিচ্ছে। এমনকি এআই ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।
”তিনি বলেন, “এটি শুধু গর্হিত কাজ নয়, গুরুতর অপরাধ। এসব অপপ্রচারের মাধ্যমে জিয়া পরিবারকে নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা কোনো সুদূরপ্রসারী চক্রান্তেরই অংশ।
”রিজভী আরও বলেন, “বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ব্যর্থ হয়ে এখন তারা জিয়া পরিবারকে নিশানা করেছে। সৌজন্যবোধসম্পন্ন ও শালীন ব্যক্তিত্ব ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে এমন জঘন্য অপপ্রচারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই। এই কাজে যারা জড়িত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
”তিনি জানান, “ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনও নেই। তাই এ ধরনের পোস্টে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
”বিএনপির পক্ষ থেকে এ সময় পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছাও জানান রিজভী।