কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বুধবার (৪ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ।
প্রশিক্ষণ প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রাম-এর উপপরিচালক আবদুর রাজ্জাক রনি এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিদুল ইসলাম।
চামড়া সংরক্ষণের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী এতিমখানা, মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং-এর প্রতিনিধিদের মধ্যে লবণ বিতরণ করা হয়।আয়োজকরা জানান, সঠিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণ নিশ্চিত করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, যাতে স্থানীয়ভাবে চামড়ার গুণগত মান রক্ষা পায় এবং অপচয় রোধ করা যায়।