নিজস্ব প্রতিবেদক:- রাজধানীর সূত্রাপুর এলাকার জনসন রোড থেকে ২৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো– মো. আবু তাহের (৫৫) ও মো. আলম (৩২)।
আজ বুধবার, ৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি-গুলশান বিভাগের ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম’ সূত্রে জানা গেছে, তারা তথ্য পায় যে সূত্রাপুর থানাধীন জনসন রোডে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে দুই ব্যক্তি অবস্থান করছে।পরবর্তীতে অভিযান চালিয়ে আবু তাহের ও আলমকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষ ২০ হাজার টাকা।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবি সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য এবং তারা বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো সংগ্রহ করেছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।