এইচ.এম. বাবলু | 📍 মিরপুর, ঢাকা | ৩ জুন ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করতে পারলে দেশে একটি সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি করবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই বার্তা তুলে ধরেন বিএনপি ঢাকা মহানগর উত্তর-এর আহ্বায়ক আমিনুল হক।
মঙ্গলবার (৩ জুন) বিকালে রাজধানীর মিরপুর ৬ নম্বর টি-ব্লকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
“নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নির্বাচন এখন সময়ের দাবি”
আমিনুল হক বলেন, “নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের রোডম্যাপ ঘোষণাই এখন সময়ের দাবি। ডিসেম্বরের মধ্যেই সেই রূপরেখা জনসম্মুখে আনতে হবে।”
তিনি সরকারের বিরুদ্ধে একচেটিয়া শাসন ও জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ তুলে বলেন, “শহীদ জিয়ার আদর্শ ছিল জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা। কিন্তু বর্তমান সরকার মানুষের সেই অধিকার হরণ করেছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”
“তৃণমূলে গিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে”
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণের পাশে দাঁড়ান, তৃণমূলে যান, তাদের সঙ্গে ন্যায়ের পক্ষে লড়াই করুন। গণআন্দোলন ছাড়া এই দেশে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।”
অনুষ্ঠানের আয়োজক ও ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হারুন আর রশিদ বলেন, “শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার শাহাদাতবার্ষিকীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তার আদর্শের বাস্তব রূপ দেখানোর চেষ্টা করেছি।”
রূপনগর থানা ছাত্রদলের নেতা শেখ মেহেদী হাসান বলেন, “আমরা তরুণ প্রজন্ম শহীদ জিয়ার দেখানো পথেই হাঁটতে চাই। আজকের আয়োজন আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে এসেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।”
মানবিক উদ্যোগ ও দোয়া মাহফিল
আলোচনা সভা শেষে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। উপস্থিত জনতার মাঝে ছিল উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার প্রকাশ।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।