নিজস্ব প্রতিবেদক:- মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা সারজিস আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন:
“মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দি হয়ে বিজয়ের পর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে ছিলেন। যদিও যুদ্ধের পূর্বে তার নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে, তবে যুদ্ধকালীন সময়ে তিনি সরাসরি মাঠে ছিলেন না। অন্যদিকে তাজউদ্দিন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।”
তিনি আরও বলেন, “মন্ত্রণালয়ের কাজ ছিল—যারা রাজনৈতিক সুযোগ-সুবিধা নেওয়ার জন্য নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন, তাদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া। কিন্তু তা না করে মাঠপর্যায়ে যাঁরা প্রকৃত ভূমিকা রেখেছেন, তাঁদের সনদ বাতিল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
সারজিস আলম মন্তব্য করেন, “ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষের না হয়। ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেওয়া উচিত।”